সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া বাজারের পাশে ভবানীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আড়াখাল গ্রামের হারুনুর রশিদের ছেলে অটোচালক সোহেল ও একই উপজেলার মৈশামুড়া গ্রামের মিস্ত্রি বাড়ির সেকুল সরকার। আহত রিপন হাজীগঞ্জের মৈশামুড়া গ্রামের শহিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী হান্নান জানান, রাতে বালুবাহী একটি ট্রাক কুমিল্লায় যাচ্ছিল। খাজুরিয়া বাজারের পাশে ভবানীপুরে হাজীগঞ্জগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী নিহত হন।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি পুলিশের জিম্মায় খাজুরিয়া এলাকার একটি পাম্পে রাখা রয়েছে।