বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন

অলিপুরে র‌্যাবের হাতে গাঁজার চালান জব্দ আটক ২

নিজস্ব প্রতিবেদকঃ  দেশব্যাপী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক চোরাচালান এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২ জুন) র‌্যাব-৯ একটি অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ী আটক করে এবং একটি ট্রাক এবং প্রাইভেটকার জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, হবিগঞ্জে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার ভোরে শায়েস্তাগঞ্জর ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর গ্রামে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ট্রাক ও একটি প্রাইভেট কার তল্লাশী চালায় র‌্যাব-৯। এসময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পদমদী শেখপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে মো. ইমরান (২৭) এবং মাধবপুর থানার কালীকাপুর এলাকার বাসিন্দা আব্দুল ছোবাহানের ছেলে মো. আ. রহিম (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা অবৈধ গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধৃত মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন যানবাহন যোগে মাদক পরিবহনের কাজ করত।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.