শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন

আওয়ামী পরিবার সংগঠিত থাকলে ষড়যন্ত্র নস্যাৎ হবে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে না বলে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে ও বিদেশে মিথ্যা অপপ্রচার শুরু করেছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু আওয়ামী পরিবারের সকল নেতাকর্মী সুসংগঠিত থাকলে বিএনপি’র সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে।
তিনি গতকাল সোমবার হবিগঞ্জ শহরের স্কাই কুইন রেস্টুরেন্টে জেলা মহিলা আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। এতে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।
নারী নেত্রীদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল বিএনপি যত বড় ষযড়ন্ত্রই করুক না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করবে। মনে রাখতে হবে উন্নয়নে যত বাঁধাই আসুক না কেন, সবাই মিলে সুসংগঠিত থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করবেন ইনশাল্লাহ। এ সময় তিনি হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। এতে জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs