রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:১৯ অপরাহ্ন
আজমিরীগঞ্জ প্রতিনিধি,আজমিরীগঞ্জে নিত্য প্রয়োজনীয় দা-ছুরির কারিগরদের হাতেই তৈরি হচ্ছে দেশীয় অস্ত্র। তারা রাতের আঁধারে নিজের বসত ঘরের পাশেই তৈরি করছেন রামদা-কিরিচসহ বিভিন্ন যন্ত্রপাতি। গত শনিবার রাতে উপজেলার দক্ষিণ আটপাড়ার কর্মকার হাটিতে দেশীয় ভয়ানক অস্ত্র তৈরীর বিষয়টি চোখে পড়ে। ওই হাটির অক্ষয় দেবের ছেলে ঝন্টু দেব তার বসত ঘরে এসব অস্ত্র তৈরী করছেন। স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে জলসুখা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন শতাধিক মানুষ। তবে পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করা হয়। মামলা গুলো বর্তমানেও চলমান।
এলাকাবাসী জানান, এসব অস্ত্র তৈরির ফলে সংঘর্ষের ঘটে। আর অস্ত্র মজুদ মানেই এলাকায় দেখা দেয় সংঘর্ষের আশঙ্কা।
এ ব্যাপারে ঝন্টু দেব বলেন, ‘আমি কামারের কাজ করে জীবিকা নির্বাহ করি। একজন অর্ডার করায় বানিয়ে দিচ্ছি। তবে দেশীয় অস্ত্র তৈরীর বিষয়ে জানতে চাইলে বিষয়টি দেখবেন বলে জানান আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী।