শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন

খবরের শিরোনাম:

আজমিরীগঞ্জে তিন লাখ টাকার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ  হবিগঞ্জের আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজার থেকে প্রায় তিন লাখ টাকার পঞ্চাশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা করা হয়।
সোমবার (২২ নভেম্বর) বিকেল চারটায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী।
অভিযানে বাজারের ব্যবসায়ী মনোরঞ্জন দাসের মালিকানাধীন দোকান থেকে ১৩ বস্তা এবং বিষ্ণু দাসের মালিকানাধীন দোকান থেকে ১ বস্তাসহ প্রায় তিন লাখ টাকা মূল্যের পঞ্চাশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বিষ্ণু দাসকে দুই হাজার ও মনোরঞ্জন দাসকে এক হাজার টাকাসহ মোট তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জব্দকৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী। তিনি জানান- মাছ বাঁচলে বাঁচবে দেশ এই প্রত্যয়কে সামনে রেখে নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs