রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন
আজমিরীগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাদ্দাম মিয়া একই গ্রামের করিম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সাদ্দাম মিয়া বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে গেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সাদ্দাম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন