মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৪১ অপরাহ্ন

আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে গেল জেলের প্রাণ

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে বন্যার পানির স্রোতে ভেসে তারা মিয়া নামে ৫০ বছর বয়সী এক জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত তারা মিয়া উপজেলার কাকাইলছেও ইউনিয়নের গোয়ালগাঁও (বাজার হাটি) গ্রামের মমিন মিয়ার ছেলে।

ইউপি সদস্য মহিবুর রহমান জানান, আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কের কালনীপাড়া, সৌলরী, গাজীপুর অংশে সড়ক ভেঙে হাওরে পানি ঢুকছে। মঙ্গলবার বিকেলে কাকাইলছেও বাজার সংলগ্ন গাজীপুর ভাঙা সড়কে মাছ ধরতে যান তারা মিয়া। এ সময় পানির স্রোতে ভেসে যান তিনি। পরে স্বজনরা রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs