মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন

আজমিরীগঞ্জে শহীদ মুক্তিযুদ্ধা জগৎজ্যোতি (বীর উওম) ৫২ বছরে পেল না যথাযথ সম্মান

রামকৃষ্ণ তালুকদার আজমিরীগঞ্জ প্রতিনিধি,শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস(বীরউত্তম) এর জন্ম স্থানে নেই কোন স্মৃতি। যা দেখে নতুন প্রজন্মরা শ্রদ্ধাভরে স্বরন করবে। শহিদ  জগৎ জোতি দাস এর নাম নতুন প্রজন্মর কাছে বিলুপ্তির পথে।কেউ কথা রাখেনি’ —তেত্রিশ বছর কেটে যাওয়ার পর এমন আক্ষেপ করেছিলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়।
জগৎজ্যোতি দাসের জন্য সে আক্ষেপ বায়ান্ন  বছরের।

কি পেল এই স্বাধীন দেশের এই মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস(বীরউত্তম)।

অকুতোভয় এই বীর মুক্তিযোদ্ধার গত ১৬ই নভেম্বর  ৫২তম মৃত্যুবার্ষিকীছিল।
এখন পর্যন্ত এই বীরকে শ্রদ্ধা জানানোর জন্য আজমিরীগঞ্জ উপজেলায় তাহার জন্মস্থান জলসুখায় নেই কোন স্মৃতি স্বরুপ কোন কিছুই।প্রায় তিন/চার বছর পূর্বে জেলা পরিষদের তৎকালীন সদস্য  নজমুল হাসানের ঐকান্তিক প্রচেষ্টায়, জেলা পরিষদের অর্থায়নে আজমিরীগঞ্জ এর উত্তর সীমানায় মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস এর স্বরনে আজমিরীগঞ্জ এ স্বাগতম জানিয়ে একটি স্মৃতি স্তম্ভ নির্মান করেন।তাহার জন্মদিনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধারা জগৎজ্যোতির স্মরনে পুষ্পস্তবক অর্পন করেন।
আজমিরীগঞ্জ সাধারন মানুষ ও সচেতন মহলের   প্রশ্ন থেকে যায় আজমিরীগঞ্জ উপজেলায় হাজার হাজার কোটি টাকা ব্যয়ে আজমিরীগঞ্জ এ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সেখানে কি বীরমুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস(বীরউত্তম) এর স্মরনে তাহার জন্মস্থান জলসুখায় কোন স্মৃতি পলক  বা স্মৃতি স্তম্ব   নির্মান করার কোন বরাদ্দ  হয়  না? যা দেখে নতুন প্রজন্মরা শ্রদ্ধা ভরে  স্মরণ করবে  মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস(বীরউত্তম)এর নাম।
বর্তমানে তাহার ভিটা মাটি ও  নেই তাহার  ভাতিজা অভাবের তারনায় বিক্রি করে দিয়ে চলে গেছে শহিদ  জগৎ জোতি দাস এর নাম নতুন প্রজন্মর কাছে বিলুপ্তির পথে। এই নিয়ে  মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস(বীরউত্তম) এর সহ যোদ্ধা  মোঃ আব্দুর রসিদ মিয়ার সঙ্গে আলোচনা করলে তিনি ক্ষুভ প্রকাশ করে  বলেন  এই বিষয় নিয়ে  আমরা  বিভিন্ন  সময় প্রশাসনিক কেন্দ্রিক উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি তাহারা বলে তাহার স্মৃতি স্বরুপ নতুন পরিকল্পনা রয়েছে   কিন্তু আজ পর্যন্ত কিছুই হয় নাই।
 আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়  জুয়েল ভৌমিক এর সঙ্গে আলোচনা করলে তিনি জানান আজমিরীগঞ্জ পৌরসভায় শহীদ জগৎজ্যোতি পলক রয়েছে এবং আজমিরীগঞ্জ লঞ্চঘাটে স্মৃতি স্তম্ভ রয়েছে আরও নতুন কিছু হওয়ার জন্য সম্মানিত মুক্তিযুদ্ধাদের সঙ্গে নিয়ে আলোচনা হয়েছে,   নতুন কিছু তৈরির পরিকল্পনা রয়েছে  এগুলো পেনডিংয়ে রয়েছে ।
মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস(বীরউত্তম) এর  স্বরনে  তাহার জন্মস্থান  জলসুখা ইউনিয়নের স্মৃতি স্তম্ব বা একটি শহিদ  মিনার তৈরি  করা হলে নতুন  প্রজন্মের লোকজন  শ্রদ্ধা ভরে স্বরন করবে বলে জানান অনেকে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.