বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন

আজমিরীগঞ্জে সরকারি চাল পাচারকালে দুইজন আটক

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারের মা ও শিশুর খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল পাচারকালে ৪২০ কেজি চালসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আজমিরীগঞ্জের জলসুখা থেকে পাচারের সময় বানিয়াচং থানাধীন আমিরখানী বিজয়নগর এলাকার শরীফ উদ্দিন সড়ক থেকে দুই ব্যবসায়ীকে আটকসহ ১৪ বস্তা চাল জব্দ করা হয়। পরে তাদেরকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগর গ্রামের মৃত বিশ্বেশ গোপের পুত্র ব্রজেশ্বর গোপ (৫৫) ও একই গ্রামের শ্রীবাস দাশের পুত্র শ্রীকৃষ্ণ দাশ (৩০)।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে সকাল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল বিতরণ শুরু হয়। এ সময় পাচারকারীরা ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল কৌশলে পাচার করে নিয়ে যাওয়ার সময় এনএসআই ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs