বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আজমিরীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম মিয়া (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে সাড়ে সাতটায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড়ে এই ঘটনা ঘটে। নিহত সাদ্দাম মিয়া জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের করিম মিয়ার পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, সাদ্দাম মিয়া বাড়ির পার্শ্ববর্তী হাওরে চাই (বুচনা) পেতে মাছ শিকার করার জন্য হাওরে গেলে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে সাদ্দাম মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলা কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম মিয়াকে মৃত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি শফিকুল ইসলাম জানান- আমরা বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। সরকারি ভাবে উনার পরিবারকে সহায়তা পৌঁছে দেয়া হবে।
এদিকে, বানিয়াচংয়ে বজ্রপাতে বাহার উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের রহমত আলীর ছেলে। শনিবার সকালে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন বাহার উদ্দিন।পরে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিবারকে ধর্মীয় কাজ সম্পাদন করার জন্য ২০ হাজার টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন।