বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে অবৈধভাবে যান্ত্রিক উপায়ে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের কাজে জড়িত থাকার অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শাওন মিয়া (২০) নামের ঐ যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলা অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী শিবপাশায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি আবারও একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে ও দিনে উপজেলার পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে ভূমির শ্রেণি পরিবর্তন করে যান্ত্রিক উপায়ে মাটি উত্তোলন করে আসছে। এরই প্রেক্ষিতে অভিযানে নামে প্রশাসন। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে শাওন মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।