শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন

আজ মাধবপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’

নিজস্ব প্রতিবেদকঃ বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার অনুষ্ঠিত হবে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এলাকায়। আজ শনিবার ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠানটি পরিচালনা ও সারা বাংলাদেশব্যাপী বিটিভিতে স¤প্রচারের কথা রয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেতের সঞ্চালনা ও পরিচালনায় বাংলাদেশের সারাদেশের বিভিন্ন উল্লেখযোগ্য স্থান গুলোতে ইত্যাদি অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। ইত্যাদিতে প্রচারিত গান নাটকের অংশ, কৌতুক ও বিভিন্ন অনুষ্ঠান ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। সর্বপ্রথম টিভিতে ফজলে লোহানী যদি কিছু মনে না করেন এ ধরনের একটি ব্যতিক্রমী বিনোদনবিষয়ক অনুষ্ঠানের যাত্রা করেছিলেন। ফজলে লোহানীর মৃত্যুর পর এরই ধারাবাহিকতায় হানিফ সংকেত তার পরিচালনায় সঞ্চালনায় ”যদি কিছু মনে না করেন”এর আঙ্গিকে”ইত্যাদি নামক”একটি রম্য ও বিনোদন মূলক অনুষ্ঠানের নাম প্রবর্তন করেন। হানিফ সংকেতের পরিচালনার সঞ্চালনায় ইত্যাদি জনগণের হৃদয়ে স্থান করে নেই খুব দ্রæততম সময়ের মধ্যে। সারা বাংলাদেশের দর্শনীয় ও পর্যটন স্থানগুলোতে গিয়ে সরাসরি ইত্যাদি অনুষ্ঠান পরিচালনা করা য়ায় সেটি আরও বেশ জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় এবার”ইত্যাদি”প্রচারিত হবে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে। জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি মাধবপুর উপজেলা তেলিয়াপাড়ায় প্রচারিত হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs