শুক্রবার, ০২ Jun ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শান্তিগঞ্জে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই আটক বাজেট ২০২৩-২৪: যেসব পণ্যের দাম বাড়ছে স্বাধীনতার ৫১ বৎসরে উন্নয়ন বঞ্চিত বীর শহীদের গ্রাম বানিয়াচংয়ের মাকালকান্দি ব্রাজিলের বড় জয়ের দিনে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের ইনডোর সংস্কারের আনুষ্টানিক উদ্ভোধন। শিক্ষার ভাল পরিবেশ তৈরীতে প্রয়োজন দায়িত্বশীল ভূমিকা-এমপি আবু জাহির কাকাইলছেওয়ে সরকারি জায়গায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে পুকুর ও বসতভিটা নির্মাণ মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন লাখাইয়ে ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

আজ মাধবপুর ও চুনারুঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচন

ইশতিয়াক শোভনঃ  আজ বুধবার পঞ্চম ধাপে মাধবপুর ও চুনারুঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে গতকাল মঙ্গলবার ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জামসহ ভোটকেন্দ্রে পৌঁেছ গেছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মাধবপুর ও চুনারুঘাটে মোট ভোট কেন্দ্র হলো ২০৫টি। এর মধ্যে মাধবপুরে ১০২টি ও চুনারুঘাটে ১০৩টি। তবে প্রার্থীরা জানিয়েছেন, এই দুই উপজেলার অনেক ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ রয়েছে। প্রত্যেক উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০জন করে ২০ জন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ জন করে ৮ জন, প্রতিকেন্দ্রে আনসার সদস্য থাকবে ১৭ জন করে, বিজিবি ৮ প্লার্টুন, পুলিশ, র‌্যাব ছাড়াও স্টাইকিং ফোর্স সার্বক্ষনিক টহল দিবে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সাথে সাথেই তাহলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
মাধবপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা এবং ৯৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩৫ ও ৩৩টি সংরতি ওয়ার্ডে ১৪৩ প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন। উপজেলার ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার ১০ ইউনিয়নে ৪৮ ও মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়াও চুনারুঘাট উপজেলার ৯০টি সাধারণ ওয়ার্ডে ৪১৪ ও ৩০টি সংরক্ষিত ওয়ার্ডে ১৬১ এবং মাধবপুর উপজেলার ৯৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩৫ ও ৩৩টি সংরতি ওয়ার্ডে ১৪৩ প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার প্রায় অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs