মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে শফিউল্লাহ জুয়েল নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ঢাকার তুরাগ থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে কর্মরত ছিলেন।
গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে পুরিন্দা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় প্রাইভেট কার-কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হন।
আড়াইহাজার থানার এসআই হুমায়ন জানান, জুয়েল প্রাইভেট কারে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে পুরিন্দা বাজার সংলগ্ন এলাকায় তাকে বহনকৃত প্রাইভেট কার রাত আনুমানিক ১২টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে।
মৃত জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুলের ছেলে।