রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন

আ.লীগ আর বাংলাদেশের ইতিহাস এক ও অভিন্ন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ আর বাংলাদেশের ইতিহাস এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যে ৭৫’র ১৫ আগস্ট চক্রান্তে জড়িত তা তারেক রহমানের বক্তব্যে প্রমাণ হয়। এছাড়া তারেকের বক্তব্যে আরও প্রমাণ হয় জিয়া পরিবার পাকিস্তানি ভাব ধারায় বিশ্বাসী।

এসময় যে দেশে ফিরে রাজনীতি করার সাহস পায় না সে কীভাবে দলের নেতৃত্ব দেন বলেও প্রশ্ন রাখেন শেখ হাসিনা।

পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, মিথ্যা আর মিথ্যা বানানোর কারখানা বিএনপি। পদ্মা সেতু নিয়ে বিএনপি কোন মুখে প্রশ্ন তোলে, তারা কোনো উন্নয়নই করেনি।

এর আগে, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

এসময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs