রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন

ইউট্যাবের নতুন কমিটি ঘোষণা, প্রেসিডেন্ট ড. ওবায়দুল-মহাসচিব ড. মোর্শেদ

নিজস্ব প্রতিবেদকঃ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান।

গত বৃহস্পতিবার রাতে ইউট্যাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার।

সভায় সর্বসম্মতি ক্রমে ড. এবিএম ওবায়দুল ইসলামকে প্রেসিডেন্ট এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে মহাসচিব নির্বাচিত করা হয়। ৪৫ দিনের মধ্যে ইউট্যাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট ও মহাসচিব।

সেইসাথে তাদেরকে নতুন দায়িত্ব দেয়ার জন্য ইউট্যাবের সদস্যদেরকে ধন্যবাদ জানান তারা।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs