বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন

ইরাকে বিয়ে বাড়িতে পুড়ে নিহত ১০০, আহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক ,ইরাকের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আগুনে পুড়ে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইএনএ। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫০ জন। মৃতদের মধ্যে বর ও কনেও রয়েছে বলে জানা গিয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত পৌণে ১১টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আল-হামদানিয়ার একটি বিবাহ হলে আগুনে ১০০ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।

এদিকে নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক রয়টার্সকে বলেছেন, ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রাষ্ট্রীয় মিডিয়ায় মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ বলে জানিয়েছে এবং ১৫০ জন আহত হয়েছে।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন ব্যবহৃত আতশবাজি জ্বালানোর পরে অনুষ্ঠানের হলে আগুন ছড়িয়ে পড়ে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর জানিয়েছে, ভবনের দাহ্য গ্যাসের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসক পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.