রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ অপরাহ্ন

ঈদের ঢাকা ফাঁকা ঢাকা

নিজস্ব প্রতিবেদকঃ স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে গেছেন বেশিরভাগ কর্মজীবী মানুষ। রাজধানী থেকে সাময়িক বিরতি নিয়েছে চিরচেনা ব্যস্ততা ও ভিড়।

আজ সোমবার রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল ছিল পুরোপুরি ফাঁকা। নিত্যদিনের যানজট তো নেই-ই, সড়কে গাড়ি কিংবা মানুষেরও যাতায়াত একেবারে হাতেগোনা।

রাজধানীর প্রায় সব ব্যস্ততম এলাকার চিত্রই এখন এমন। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেগুলো এখন যাওয়া যাচ্ছে কয়েক মিনিটে। শাহবাগ, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্যভবন, হাইকোর্ট, ধানমন্ডি, ফার্মগেট এলাকার সব রাস্তাই এখন ফাঁকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ট্রাফিক আপডেট সংক্রান্ত একটি গ্রুপে ঢাকার ফাঁকা রাস্তার ছবি-ভিডিও পোস্ট করেছেন অনেকে।

তবে এদিনও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে। যদিও গত দুদিনের তুলনায় এ সংখ্যা অনেক কম। কমলাপুর ও বিমানবন্দর স্টেশন, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালমুখী রাস্তায় কিছুসংখ্যক যানবাহন চলতে দেখা গেলেও তা অন্যান্য সময়ের তুলনায় অনেক কম।

পবিত্র ঈদ-উল-ফিতর পালন করতে অর্ধেকেরও বেশি রাজধানীবাসী এখন যে যার শেকড়ে। কেউ কেউ গেছেন দেশের বাইরে ছুটি কাটাতে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs