বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ দেবপাড়া বাজারে ঈদের কেনাকাটা করতে আসা আজিজ মিয়া নামে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।
নিহত আজিজ মিয়া উপজেলার পানিউন্দা ইউপির নোয়াগাও গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ মিয়া ঈদের কেনাকাটা করার জন্য দেবপাড়া বাজারে আসেন। কেনাকাটা শেষে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা মাধবপুরগামী একটি বেপরোয়াগতির কাভার্ডভ্যান ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, ঈদের আনন্দের বদলে তার বাড়িতে চলছে শোকের মাতম।
শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার এবং ঘাতক গাড়িটি হেফাজতে নিয়েছে।