মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন

খবরের শিরোনাম:

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ল প্রাইভেটকারে, নিহত ৪

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজের গার্ডার একটি প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ার ঘটনায় শিশুসহ চার জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরার জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬), জাকারিয়া (২)। আর যে দুই জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে, তারা হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানান, ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

প্রাইভেট কারটি গাজীপুরে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ক্রেন দিয়ে গার্ডার উঠানোর কাজ চলতেছিল। প্রাইভেট কার নিচ দিয়ে যাচ্ছিল। তখন গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে যায়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs