শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১১:০৬ অপরাহ্ন

খবরের শিরোনাম:

উদীচী শ্রীমঙ্গল শাখার দ্বিবার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শ্রীমঙ্গল শাখার দ্বিবার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলণের পর পর এর সম্মেলণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মকবুল হোসেন ও সহ সাধারণ সম্পাদক সংগীতা ইমাম।

এর আগে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলণ করেন শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব ও সাধারণ সম্পাদত প্রসঞ্জিত রায় বিষু।

পরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় সংগঠনের শতাধিক সদস্য ছাড়াও অতিথিরা উপস্থিত ছিলেন। দুপুরে আয়োজন করা হয় সম্মেলণের কায্যর্ক্রম। পরে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয়ে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs