রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ পৌরসভার নোয়াহাটি এলাকায় এইচএসসি পরীক্ষা ভাল না হওয়ায় ক্ষোভে অভিমানে নয়ন চক্রবর্তী নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মৃত নয়ন চক্রবর্তী ৩ নম্বর ওয়ার্ডের নোয়াহাটি এলাকার অজিত চক্রবর্তীর ছেলে। তিনি হবিগঞ্জ শহরতলীর শচীন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র। হবিগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, শুক্রবার সকালে নয়ন চক্রবর্তী নামে ওই যুবক নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সকাল পেরিয়ে দুপুর হলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে নয়নের রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে স্বজনরা। এসময় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো জানান, প্রাথমিক ভাবে জানা গেছে নয়ন এইচএসসি পরীক্ষার্থী ছিল। ২ ডিসেম্বর তিনি প্রথম পরীক্ষা দিয়েছেন। তার স্বজনরা জানিয়েছেন পরীক্ষায় আশানুরুপ না হওয়ায় তিনি অভিমানে আত্মহত্যা করেছেন। শুধু এ বিষয়টি নয় পুলিশ আরো অন্যান্য বিষয়টিকে সামনে এনে তদন্ত করছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।