শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১১:০২ অপরাহ্ন

খবরের শিরোনাম:

এমসি কলেজের নতুন অধ্যক্ষ পান্না রানী রায়

সিলেট প্রতিনিধিঃ সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক পান্না রানী রায়।

রোববার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে নতুন অধ্যক্ষকে আগামী ২৫ সেপ্টেম্বর নিজ দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।

সদ্য এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ অবসরে গেছেন। এর প্রেক্ষিতে এই পদটি খালি হওয়ায় পান্না রানীকে নিয়োগ দেওয়া হল।

পান্না রানী রায় এর আগে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পান্না রানী রায় সিলেট অগ্রগামী স্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাশ করে ১৪তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs