শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

এমসি কলেজ ছাত্রী হোস্টেলে তরুণীর ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর টিলাগড় এলাকায় মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রী হোস্টেল থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে কলেজের নতুন ছাত্রী হোস্টেলের চার তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম স্মৃতি রানি দাস। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। তিনি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ বলেন, সকালে অন্য ছাত্রীরা স্মৃতির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেওয়া হয়। স্মৃতি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি ছাত্রাবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন। চতুর্থ তলার একটি খালি কক্ষে তার মরদেহ পাওয়া যায়।
নগরের শাহপরাণ (র.) থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs