শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১১:১৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:

ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করানো হয় বলে নিশ্চিত করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ‘ঠান্ডাজনিত সমস্যা ও নিয়মিত কিছু চেকআপের জন্য তাকে আজ সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

কাদেরের শারীরিক অসুস্থতা গুরুতর কিছু নয় বলেও জানান বিপ্লব বড়ুয়া।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছে দলটি।

অন্যদিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ প্রদান করেছেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩রা মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়েই ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরে তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs