শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন

ওসমানীনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ওসমানীনগ সিলেট প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামের ছাতির মিয়ার ছেলে সুমায়েল আহমদ (৬) ও তার ফুফুতো বোন জাকিয়া বেগম (৫)।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মৃত দেহ উদ্ধার করা হয়।

জানা যায়, সুমায়েল ও জাকিয়া সকাল থেকে খেলাধুলা করছিল। বাড়ির লোকজন অনেকক্ষণ ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য হুসিয়ার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাদের মৃত বলে জানায়।

ওসমানীনগর থানার এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs