নিজস্ব প্রতিবেদকঃ পর্যটননগরী কক্সবাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান করার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কক্সবাজার এত চমৎকার একটা জায়গা—এটা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। কক্সবাজারবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, যত্রতত্র কোনও স্থাপনা করবেন না। কক্সবাজারে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি। একটা মাস্টার প্ল্যান করার নির্দেশ দিয়েছি পুরো কক্সবাজার ঘিরে। আমরা চাই, এর উন্নয়নটা যাতে পরিকল্পিতভাবে হয়।’
বুধবার (১৮ মে) কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধানমন্ত্রী জানান, পর্যটন এবং ব্যবসার খাতকে গুরুত্ব দিয়ে আগামীতে সব বিভাগের সঙ্গে সরাসরি বিমান চালুর পরিকল্পনা রয়েছে।
ব্লু ইকোনমি জোন হিসেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে পৃথিবীর কাছে আকর্ষনীয়ভাবে গড়ে তুলতে বর্তমান সরকার কি কি করেছে এবং করছে সেই তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারকে পৃথিবীর সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য আকাশপথ, রেলপথ এবং সড়কপথের কানেকটিভিটি বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়ে গেলে আগামীতে কক্সবাজার হবে রিফুয়েলিংয়ের স্থান।
প্রাকুতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস মোকাবেলা করার জন্য কক্সবাজারের ১২৪ কিলোমিটার সমুদ্র সীমানায় ঝাউবন দিয়ে বেষ্টনী গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।