মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন

নবান্ন

সৈয়দ শাহান শাহ পীর
দেশে এখন নবান্ন উৎসব
বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে উৎসব।
বাড়ি ঘরে পাড়া মহল্লায় উৎসব
সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে উৎসব।
উৎসব আর উৎসব
নবান্নের উৎসব।
কি শহর জীবন আর গ্রামীণ জীবন
সব স্থানে উৎসব এখন।
গ্রাম বাংলায় এখন দেখা যাচ্ছে
ক্ষেত থেকে শুরু করে গাইছে গান মঞ্চে।
জাতীয় বেজাতীয় সব ধর্মে
চলছে আনন্দ উৎসব কাজে কর্মে।
দেশে চলছে দিনে রাতে
কবিতা সাহিত্যে উৎসব গানে প্রাণে।
কৃষক কৃষাণী করছে বরণ
বাংলার ইতিহাস ঐতিহ্য দিয়ে নবান্ন গ্রহণ।
শুধু যে নবান্ন উৎসব তা নয়
সাথে আছে আগাম আমেজ শীত যেন মধুময়।
তাই আমি জানাই দরখাস্ত  আবেদনে
সরকার যেন দেন ছুটি অগ্রহায়নের প্রথম দিনে।
পাশাপাশি জাতীয়ভাবে
নবান্নের পহেলা দিন উৎসব চাই রাষ্ট্রীয়ভাবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.