মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত শাহরুখ খান

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড কিং শাহরুখ খান। কয়েক দিন আগে কোভিড-১৯ পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এ খবর প্রকাশ করেছে নিউজ১৮।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু শাহরুখ খান নয়, ক্যাটরিনা কাইফও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে ক্যাটরিনা কাইফ এখন করোনামুক্ত। আপাতত শাহরুখ খানের বিষয়ে এরচেয়ে বেশি কিছু জানা যায়নি।

একদিন আগেই নিজের নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর সিনেমাটির নতুন পোস্টারও শেয়ার করেছেন। এরই মধ্যে অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর এল।

দিন কয়েক আগেই ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করন জোহর। বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি থ্রো করেছিলেন তিনি। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে অনুযায়ী, করন জোহরের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা করোনা আক্রান্তের খবর প্রকাশ করছেন না। এই পার্টিতে হাজির ছিলেন শাহরুখ খানও। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.