শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন

করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত- ২১৮৩

নিজস্ব প্রতিবেদকঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ২ হাজার ১৮৩ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৯ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জনে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯০৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।

মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৯০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৪ শতাংশ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs