শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:২০ পূর্বাহ্ন

করোনায় একদিনে ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৫৯

নিজস্ব প্রতিবেদকঃ ধারাবাহিকভাবে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার মধ্যে গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে এই সময়ে ১২ জনের প্রাণ গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত একদিনে করোনা ধরা পড়েছে ৩ হাজার ৩৫৯ জনের দেহে।

এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে। আর আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৯২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs