বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন

করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত- ৫৪৮

নিজস্ব প্রতিবেদকঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ৫৪৮ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ৪৩০ জন। ৫৪৮ জনের মধ্যে রাজধানীতেই ২৪৪ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ৪৫ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৭ দশমিক শূন্য ৪ শতাংশ।

নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৭১ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ২ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৭ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৩৯টি নমুনা সংগ্রহ এবং ৬ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ২ জন পুরুষ এবং ৩ নারী মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬৮৪ জন এবং নারী ১০ হাজার ৫৮৭ জন। ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের ২ জন, ৭১ থেকে ৮০ বছরের ২ জন, ৫১ থেকে ৫০ বছরের ১ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন রাজশাহী বিভাগে, ১ জন খুলনা বিভাগের, ১ জন রংপুরে বিভাগের বাসিন্দা রয়েছেন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী শনাক্ত হয়েছন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs