মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ,বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে লিভারপুল তারকা লুইস ডিয়াজের জোড়া গোলে উল্টো আবারও হেরে বসল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে কলম্বিয়ার এস্টাডিও মেট্রোপলিটন মাঠে নামে ব্রাজিল।ম্যাচের চতুর্থ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ভিনিসিউস জুনিয়রের কাছ থেকে পাস পেয়ে দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল।
ওই ধাক্কা সামলে নিয়ে কলম্বিয়াও পাল্টা আক্রমণে মনোযোগী হয়। তিন মিনিটের মধ্যে তাদের দারুণ দুটি প্রচেষ্টা রুখে দিয়ে দলকে এগিয়ে রাখেন ব্রাজিল গোলরক্ষক আলিসন।
বিরতির পরও ওই গোল ধরে রেখে জেতার দিকে ছুটছিল ব্রাজিল। তবে গোল পরিশোধে মরিয়া স্বাগতিকরা বারবার হানা দিচ্ছিল ব্রাজিলের রক্ষণে। একের পর এক আক্রমণে রক্ষণ দেয়াল হয়ে পড়ে নড়বড়ে। ম্যাচের ৭৫ মিনিটে কার্লোস বোরহার বা দিক থেকে আসা ক্রস লাফিয়ে হেডে জালে জড়িয়ে দেন ডিয়াজ। এই গোলের রেশ থাকতেই আরেক গোল। এবার হামেশ রদ্রিগুয়েজের ডান দিক থেকে আসা ক্রস ট্র্যাক করে ফের লাফিয়ে আরেকটি দুর্দান্ত হেডে গ্যালারি মাতিয়ে দেন ডিয়াজ।
পাঁচ রাউন্ড শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে ব্রাজিল। একমাত্র দল হিসেবে এবারের বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত রইল কলম্বিয়া। ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে তারা। দিনের অন্য ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে হারা আর্জেন্টিনা ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।