মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:২৬ অপরাহ্ন

খবরের শিরোনাম:

কলেজ ছাত্রীকে যৌন হয়রানি সুনামগঞ্জে বখাটে আটক

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ শহরে এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানি ও অশ্লীলতার অভিযোগে এক বখাটে কে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে বখাটে মানিক মিয়াকে আটক করা হয়। মানিক মিয়া তাহিরপুর উপজেলার দক্ষিণ কুল এলাকায় বাড়ি। এ ঘটনায় ভিকটিম কলেজ ছাত্রী বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

র‌্যাব জানায়, শুক্রবার সকালে ঐ কলেজ ছাত্রী টিউশনি করাতে যাচ্ছিলেন হঠাৎ করেই রাস্তায় একা পেয়ে মানিক মিয়া তার কাছে এসেই শরীর স্পর্শ করে পরে কিছু দূর গিয়ে আবারো যৌন হয়রানি করে অশ্লীল অঙ্গ ভঙ্গি করতে থাকে এক পর্যায়ের ভিকটিমতে তাড়া করলে সে দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। এসময় আশপাশের লোকজন জড়ো হন।

ঘটনার পর ভিকটিম থানায় অভিযোগ দেন পরে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত মানিক মিয়াকে আটক করে র‌্যাব।

সুনামগঞ্জ র‌্যাব কোম্পানি অধিনায়ক সিঞ্চন আহমদে জানান, থানায় ভিকটিম নারী ও শিশু নির্যাতনের মামলা করেছেন। আমরা আসামীকে দ্রুত গ্রেপ্তার করি। আসামিকে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs