মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন

কারাগারে যাওয়ার আগেই জামিনে মুক্ত ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ ফুল দিয়ে বরণ

 স্টাফ রিপোর্টার ॥ গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যেই জামিনে মুক্তি পেলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব। বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মনের আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাঁর আবেদন মঞ্জুর করেন। জানা গেছে, বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ প্রসেনজিৎ দেবকে আদালতে প্রেরণ করে। তখন বিচারক তাঁকে কারাগারে না পাঠিয়ে জামিনে মুক্তি দেন। হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুসহ বেশ কয়েকজন আইনজীবী আদালতে প্রসেনজিৎ দেবের পক্ষে জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক আগামী ধার্য্য তারিখ পর্যন্ত তাঁকে জামিনে মুক্তি দেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ১০০টি মোটরসাইকেলের শোডাউন দিয়ে প্রসেনজিৎ দেবকে শায়েস্তাগঞ্জে নিয়ে যান। এ সময় ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। এ বিষয়ে প্রসেনজিৎ দেব বলেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা। রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তাঁকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে র‌্যাব-হবিগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেবকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করে।

You sent

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs