সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় কেরাম বোর্ড খেলা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সাব্বির (১৮) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (০৩ নভেম্বর) সকালে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, হাজিপুর ইউনিয়নের উত্তর পাবই গ্রামে কেরাম বোর্ড খেলা নিয়ে মঙ্গলবার দুপুরে আব্দুর রশিদের ছেলে সাব্বির একই গ্রামের দুলাল মিয়ার ছেলে তায়জুলের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এ নিয়ে উভয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাব্বির গুরুতর আহত হয়।

আহত সাব্বিরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সাব্বিরের মৃত্যু হয়।খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর জানান, ঘটনা তদন্তের স্বার্থে ২ মহিলাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতে পরিবার মামলা দায়ের করবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs