মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রেন আটকে চা শ্রমিকদের বিক্ষোভ

কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজারে কুলাউড়ায় ৩০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন আন্দোলনরত চা শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা শহরের রেলগেট এলাকায় কয়েকশ শ্রমিক জড়ো হয়ে ট্রেনটি আটকে দেন।

কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম গোয়ালা বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭টি চা-বাগানের শ্রমিকরা তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছেন।

এছাড়া ঢাকা-বিয়ানীবাজার আঞ্চলিক সড়ক ও মৌলভীবাজার-রাজনগর সড়ক‌ও অবরোধ করেন শ্রমিকরা। ১২০ টাকা মজুরিতে কাজে ফেরার সিদ্ধান্ত মেনে নেননি তারা। আজও মৌলভীবাজারের বালিশিরা, মনু, ধলাই জুড়ি, লংলার অধিকাংশ বাগানের চা শ্রমিকরা কাজে নামেননি। বিভিন্ন চা-বাগানে শ্রমিকদের জড়ো হয়ে মিটিং-মিছিল করতে দেখা গেছে।

শ্রমিকরা বলেন, প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা এ সিদ্ধান্ত মানি না।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.