রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি,মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে পানিতে পড়ে জুলি বেগম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ইউনিয়নের পশ্চিম জালালাবাদ গ্রামের আজমল হোসেন ও রেলি বেগম দম্পতির মেয়ে।
জানা যায়, মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ৩টায় পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় জুলি। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে তাকে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফেরদৌস আক্তার পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।