রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন

কুলাউড়া অনলাইন প্রেস ক্লাবের কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজারের কুলাউড়া অনলাইন প্রেস ক্লাবের কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি দৈনিক ভোরের কাগজ ও উত্তরপূর্ব প্রতিনিধি এবং সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সহ-বার্তা সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, দৈনিক আজকের দর্পনের কুলাউড়া প্রতিনিধি ও অনলাই পোর্টাল প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সাঈদুল হাসান সিপন (সময়ের আলো), শাহ আলম সুমন (আজকের পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক একেএম জাবের (প্রিয় কুলাউড়া), সহসাধারণ সম্পাদক এম.এ. কাইয়ুম (বিডি জার্নাল), সাংগঠনিক সম্পাদক ইউছুফ আহমদ ইমন (টুডেনিউজ), সহসাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন (জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ সুমন আহমেদ (সংলাপ), দফতর সম্পাদক শাহবান রশীদ চৌধুরী অনি (দেশ রুপান্তর), সহদফতর সম্পাদক সালাউদ্দিন আহমদ (সময় কুলাউড়া), তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল (স্বদেশ প্রতিদিন), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সুজন (সংলাপ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ তালিম (মানবঠিকানা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকাশ আহমদ (সংলাপ)। সদস্য, আশিকুল ইসলাম বাবু, হাসান আল মাহমুদ রাজু, আজহার মুনিম শাফিন, আবুল কাশেম সুনিম ও মাসুদ আহমদ।বৃহস্পতিবার রাত ৮টায় কুলাউড়া পৌরসভা হলরুমে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। কুলাউড়া অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনের সঞ্চালনায় বক্তব্য দেন- এইবেলা’র সম্পাদক ও প্রকাশক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কেবিসি’র বার্তা প্রধান এম. আতিকুর রহমান আখই ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক’র বড়লেখা প্রতিনিধি শামসুল ইসলাম, কথা সাহিত্যিক শহিদুল ইসলাম তনয় ও মানবঠিকানার বার্তা সম্পাদক মো. আলাউদ্দিন কবির প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs