সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন

কুলাউড়া উপজেলার জয়চন্ডী এক যুবকের ব্রিজের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন থেকে বুধবার সুমন বিশ্বাস নামে এক যুবকের ব্রিজের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সুমন বিশ্বাস স্থানীয় বেগমানপুর গ্রামের লিলাময় বিশ্বাসের ছেলে।

স্থানীয় লোকজন ও ইউপি সদস্য বিমল দাস জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে স্বপন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। বুধবার ভোরে কুলাউড়া-জুড়ী সড়কের লিংকরোড আছুরীঘাট-দিলদারপুর সড়কে মিটুপুর গ্রামের একটি ব্রিজের রেলিংয়ে স্বপনের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানালে সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। স্বপন প্রায় মদ পান করতেন। হয়তো বা পারিবারিক কলহের কারণে সুমন আত্মহত্যার পথ বেঁছে নেয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs