শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

খবরের শিরোনাম:

কেনিয়ায় সেতু থেকে বাস নদীতে পড়ে ২৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট কেনিয়ার কিটুই কাউন্টিতে একটি বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে ৪ শিশুসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (৪ ডিসেম্বর) রাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিটুইয়ের গভর্নর চ্যারিটি এনগিলু বলেন, বাস সেতু থেকে নদীতে পড়ে ডুবে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ শিশুসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

তবে বাসে কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। কেনিয়া রেড ক্রস এবং আইন প্রয়োগকারী সংস্থা একসঙ্গে উদ্ধারের অভিযান চালিয়েছে।

এ ঘটনায় দেশটির উপরাষ্ট্রপতি উইলিয়াম রুটো সমবেদনা জানিয়েছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs