মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন
সিলেট প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জ উপজেলার রাধানগর গ্রামে পুকুরের পানিতে গোসল করে গিয়ে সাঁতার না জানার কারনে প্রতিবন্ধী রোমা বেগম (১৩) ও ইরফান আলী (৪)নামের দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া প্রতিবন্ধী রোমা রাধানগর গ্রামের আব্দুল মালেকের মেয়ে ও ইরফান আলী তার নাতি
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী রোমা ও ইরফান বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে গোসল করতে যার সাতার না জানায় ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।