News
- ৩০ মে, ২০২২ / ১১১ দেখেছেন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলাজুড়ে ২য় দিনের মতো অনিবন্ধিত বেসরকারি হাসপতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে দুইটি ক্লিনিককে জরিমানাও করা হয়েছে। সাময়িক বন্ধ করা হয়েছে অন্তত ১০ ক্লিনিক হাসপতাল। শনিবারের মতো রোববারও দিনভর এসব পরিচালনা করেন স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নূরুল হক।
তিনি বলেন, যে সকল হাসপাতাল,
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র নেই বা অনিবন্ধিত সেগুলো অভিযানের মাধ্যমে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি হাসপাতাল ক্লিনিকের মালিকদের বন্ধের পাশাপাশি জরিমানাও করা হয়েছে। সিভিল সার্জন আরো বলেন, জেলার কোথাও অনিবন্ধিত ক্লিনিক হাসপাতালের কার্যক্রম চলতে দেয়া হবে না। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।
সদর উপজেলায় বন্ধ হওয়া ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, রোকেয়া ডায়াগনস্টিক সেন্টার, সিটি চক্ষু হসপাতাল, স্বাস্থ্যসেবা ডায়াগনস্টিক সেন্টার, ডা. সানি কনসালটেশন সেন্টার, শায়েস্তাগঞ্জ এপোলো ডায়াগনস্টিক সেন্টারসহ ৬টি। এ ছাড়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে শেরপুর রোডে অবস্থিত হাফেজ আব্দুল্লাহ নাঈমের পরিচালিত রেঞ্জার ফিজিওথেরাপি প্রাইভেট ক্লিনিক বন্ধ করা হয়েছে। রবিবার (২৯ মে) উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিচালিত এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ। বৈধ কাগজপত্র না থাকার দায়ে রেঞ্জার ফিজিওথেরাপি ক্লিনিক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাঃ আব্দুস সামাদ।
বানিয়াচংয়েও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মিসহ একদল পুলিশ এবং তাঁর অফিসের স্টাফদের নিয়ে দুপুরে উপজেলা সদরের দুটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বড়বাজারস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না থাকায় সেটা বন্ধ রাখতে বলা হযেছে। অন্যদিকে বানিয়াচং মেডিকেল সেন্টার ও যমুনা মেডিকেল সেন্টারের লাইসেন্স নবায়ন পাওয়া যায়নি বিধায় সেগুলোর বৈধ কাগজপত্র হাতে আসার আগ পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি।
আজমিরীগঞ্জ উপজেলার সদর বাজারে বেসরকারী ভাবে গড়ে উঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেডিল্যাব ক্লিনিক ও আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উভয় প্রতিষ্ঠানকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নবায়ন ও উভয় প্রতিষ্ঠানে বিদ্যমান অব্যবস্থাপনা শুধরাতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলাম উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিকে, জেলা স্বাস্থ্যবিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহলসহ সাধারণ মানুষ। তারা বলছেন, অবৈধ ক্লিনিক হাসপাতালে ছেয়ে গেছে পুরো জেলা। তারা তাদের ইচ্ছেমতো সাধারণ মানুষদের জিম্মি করে আদায় করে হাজার হাজার টাকা। তাই এমন অভিযান জনমনে স্বস্থি নেমে এসেছে।