রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ অপরাহ্ন

গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের রাজেন্দ্রপুরে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ময়মনসিংহ থেকে ঢাকায় আসার পথে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে পৌঁছলে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ কারণে দুদিকে জামালপুর কমিউটার ও মহুয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে।

জয়দেবপুর স্টেশন মাস্টার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs