শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন

গাজীপুরে শ্রীপুরে পোশাক কারখানায় অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে অবস্থিত আরবেলা পোশাক কারখানায় অর্ধশতাধিক নারী শ্রমিক হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। কি কারণে শ্রমিকেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, সে বিষয়ে  বিস্তারিত জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত গরমে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (২৯ জুন) দুপুরে কারখানাটিতে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়ার পরপরই কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানা শ্রমিকদের ভাষ্য, ‘হঠাৎ একজন শ্রমিক ঢলে পড়েন। এভাবেই কিছুক্ষণের মধ্যে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

আরবেলা ফ্যাশন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আহমদ সাগর বলেন, অসুস্থ হওয়ার পরপরই সবাইকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কি কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে এমন হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন নারী শ্রমিক ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। কী কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs