মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ শহরে মোবাইলে গেম খেলতে গিয়ে পাঁচ তলার ছাদ থেকে পড়ে শ্রীকান্ত চন্দ্র দেব নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে শহরের নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শ্রীকান্ত চন্দ্র দেব একই এলাকার নিপেন্দ্র চন্দ্র দেবের ছেলে। তিনি চট্টগ্রাম সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র।
মৃত কলেজছাত্রের ছোট ভাই শিমুল চন্দ্র দেব জানান, তার ভাই বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে তাদের বাসার ছাদে এক আত্মীয়ের গায়ে হলুদ ছিল। গায়ে হলুদ শেষে যে যার মতো করে বাসায় ফিরে আসেন। কিন্তু শ্রীকান্ত চন্দ্র দেব ছাদে বসে মোবাইল ফোনে গেমস খেলছিলেন। ধারণা করা হচ্ছে গেমস খেলতে খেলতে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ যানা যাবে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে।