ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ শহরসহ ৭টি গ্রামের মানুষ জন শুন্য যৌথবাহিনী অভিযান ১৩ জন আটক Logo হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই Logo নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ আহত কয়েক শতাধিক Logo জুলাই অভ্যুত্থানে নৃশংস হামলার আসামি ও দালাল সাংবাদিকদের বিরুদ্ধে মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo ৪দিনের উত্তেজনার পর নবীগঞ্জে কয়েক হাজার মানুষের সংঘর্ষে নিহত ১, আহত কয়েক শতাধিক Logo নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত Logo এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা সাকিব গ্রেপ্তার Logo শায়েস্তাগঞ্জ থানার সাবেক ওসি কামালের বিরুদ্ধে বিভাগীয় মামলা: সাংবাদিকসহ ২ জনের সাক্ষ্যগ্রহণ Logo হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু

গোলাপগঞ্জ, সিলেট প্রতিনিধি,

সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে স্বামী-স্ত্রী ও দুইসন্তানসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

রোববার ভোরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে সকাল সাড়ে আটটায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তাঁর দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

রোববার সকাল সাড়ে আটটায় উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ফয়ছল মাহমুদ রিয়াদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে একই পরিবারের সবাই ঘুমিয়েছিলেন। আনুমানিক রাত ২টার দিকে টিলা ধসে রিয়াজ উদ্দিনের বসতঘরের উপরে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়েন রিয়াজ, তাঁর দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তান। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টায় মাটির নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, রিয়াজ উদ্দিন তার দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একই বসতঘরে বসবাস করতেন। রাত আনুমানিক দুইটার দিকে বসত ঘরের উপর টিলা ধসে পড়ে। পরে তাদের চিৎকার শোনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রিয়াজের প্রথম ও তার সন্তানদের উদ্ধার করেন। কিন্তু দ্বিতীয় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ রিয়াজ উদ্দিন মাটিচাপা পড়েন।

তিনি বলেন, খবর পেয়ে রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে রোববার ভোরে মাটিচাপা থেকে রিয়াজের দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সকালে রিয়াজ উদ্দিনের মরদেহও উদ্ধার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ফয়ছল মাহমুদ রিয়াদ বলেন, টিলা ধসের খবর পেয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ঢাকাদক্ষিণ বাজারে জলাবদ্ধতা ও রাখালগঞ্জ বাজারে বড় গাছ রাস্তার উপর পড়ে রাস্তা বন্ধ ছিল। অবশেষে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিনিধিদের যৌথ সমন্বয়ে মাটিচাপা পড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয় অক্ষত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করেছেন। নিহতদের জানাযা বাদ আসর অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
৪৮ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু

আপডেট সময় ০১:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে স্বামী-স্ত্রী ও দুইসন্তানসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

রোববার ভোরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে সকাল সাড়ে আটটায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তাঁর দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

রোববার সকাল সাড়ে আটটায় উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ফয়ছল মাহমুদ রিয়াদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে একই পরিবারের সবাই ঘুমিয়েছিলেন। আনুমানিক রাত ২টার দিকে টিলা ধসে রিয়াজ উদ্দিনের বসতঘরের উপরে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়েন রিয়াজ, তাঁর দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তান। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টায় মাটির নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, রিয়াজ উদ্দিন তার দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একই বসতঘরে বসবাস করতেন। রাত আনুমানিক দুইটার দিকে বসত ঘরের উপর টিলা ধসে পড়ে। পরে তাদের চিৎকার শোনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রিয়াজের প্রথম ও তার সন্তানদের উদ্ধার করেন। কিন্তু দ্বিতীয় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ রিয়াজ উদ্দিন মাটিচাপা পড়েন।

তিনি বলেন, খবর পেয়ে রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে রোববার ভোরে মাটিচাপা থেকে রিয়াজের দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সকালে রিয়াজ উদ্দিনের মরদেহও উদ্ধার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ফয়ছল মাহমুদ রিয়াদ বলেন, টিলা ধসের খবর পেয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ঢাকাদক্ষিণ বাজারে জলাবদ্ধতা ও রাখালগঞ্জ বাজারে বড় গাছ রাস্তার উপর পড়ে রাস্তা বন্ধ ছিল। অবশেষে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিনিধিদের যৌথ সমন্বয়ে মাটিচাপা পড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয় অক্ষত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করেছেন। নিহতদের জানাযা বাদ আসর অনুষ্ঠিত হবে।