বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বৃটেনের বৃহত্তম কমিউনিটি ও চ্যারিটি সংগঠন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ইষ্ট রিজিওনের উদ্যোগে গত ১৭ই এপ্রিল, রবিবারে পূর্ব লন্ডনের সোনার গাঁও রেস্টুরেন্টে এক জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । সংগঠনের সাউথইষ্ট রিজিওনের চেয়ারম্যান এম এ আজিজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিএসসির সম্মানীত পেট্রন ড: হাসনাত এম হোসেন এমবিই ও পেট্রন কে এম আবুতাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরকার ,জিএসসি সিলেট চ্যাপ্টারের সেক্রেটারী সাবেক কমিশনার আব্দুস সামাদ নজরুল । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধূরী। সভাপতির স্বাগত বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম পেট্রন ডঃ হাসনাত এম, হোসেন এমবিই ও একেএম আবু তাহের চৌধূরী সহ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরকার, জিএসসি সিলেট চ্যাপ্টারের সাধারন সম্পাদক সাবেক কমিশনার আব্দুস সামাদ নজরুল । অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন ও শুভেচ্ছা বিনিময় করেন সাউথইষ্ট রিজিওনের সহ-সভাপতি সর্বজনাব এম,এ, গফুর, মামুনুর রশিদ, জাহাঙ্গীর খান, কাউন্সিলার ফয়জুর রহমান, মোঃ আখলাকুর রহমান, যুগ্ম-সম্পাদক আব্দুল মালিক কুটি, এ্যাডভোকেট মোমিন আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, ট্রেজারার সূফি সোহেল আহম্মদ, মেম্বারশীপ সেক্রেটারী সালেহ আহম্মেদ চৌধূরী আল্ফু, যুব বিষয়ক সম্পাদক সালেহ আহম্মদ, এ্যাডুকেশন সেক্রেটারী ইন্জিনিয়ার হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ফারুক মিয়া জিলু, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ রোয়াব উদ্দিন, ইসি মেম্বার মোঃ আহবাব মিয়া, ছাতক উপজেলা এ্যডুকেশন ট্রাষ্ট্রের অন্যতম ট্রাষ্টী মোঃ সানওয়ার আলী কয়েস, ব্যারিষ্টার শাহ মিছবাউর রহমান ও নবিগন্জ এডুকেশন ট্রাষ্ট্রের সাবেক সাধারন সম্পাদক মোঃ এনায়েত খান প্রমূখ নের্তৃবৃন্দ। ইফতার মাহফিলে রোজার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি মাওলানা রফিক আহমদ, মাওলানা মাজেদ আনসারী ও মাওলানা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস সাজেদার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় । একইসাথে সাউথইষ্ট রিজিওনের অসুস্হ সভাপতি এম,এ, আজিজ সহ সকল অসুস্হ নের্তৃবৃন্দের আশু রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মওলানা আব্দুল কুদ্দুস। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক কমিউনিটি নের্তৃবৃন্দ পেশাজীবি, আইনজীবি, সমাজকর্মী, মানবাধিকার ও গণমাধ্যম কর্মীসহ সুধীজন অংশগ্রহন করেন।