শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর ষোলশহরে একটি পোশাক করাখানায় আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১২টি গাড়ির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে পলিটেকনিকের বায়েজিদ থানা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আনিসুর রহমান।
তিনি বলেন, টেকনিক্যাল মোড়ের একটু আগে আনোয়ারা গার্মেন্টস নামের ওই কারখানায় আগুন লাগে। আমাদের তিনটি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের লেগেছে তা এখনো জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
এর আগে, ১০ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কর্নেলহাট এলাকায় ফার্নিচার কারখানায় আগুনে দুজনের মৃত্যু হয়েছে। এদিন বিকেল ৩টা ৫০ মিনিটে পিটুপি নামে একটি কারখানায় এ আগুন লাগে। পরে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নগর পুলিশের ডিসি (পশ্চিম) আব্দুল ওয়ারিশ বলেন, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তারা পুরোপুরি দগ্ধ হওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, খবর পেয়ে চারটি ইউনিটের ১৪টি ঘটনাস্থলে পৌঁছে। তারা সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।