শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন

চট্টগ্রাম টেস্ট, মুশফিক-লিটনের শতরানের জুটি

ডেস্ক রিপোর্ট সাগরিকার আকাশ থেকে কেটে গেছে মেঘ। বৃষ্টির কারণে ৩০ মিনিট বিলম্বে শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। ম্যাচ দেরিতে শুরু হলেও বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। প্রথম বলেই লং অনে খেলে সিঙ্গেল নিয়ে লিটনকে স্ট্রাইক দেন মুশফিক। মেন্ডিসের হাফ ভলি দারুণ স্কয়ার ড্রাইভে পাঠিয়ে দেন বাউন্ডারির বাইরে। দুজনের জুটি পেরিয়ে যায় শতরান। ১১০.১ ওভার শেষে মুশফিক-লিটন ব্যাট করছেন ১০৯ রানের পার্টনারশিপে। ৩ উইকেটে ৩২৯ রান বাংলাদেশের।

গুরুত্বপূর্ণ চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার অপেক্ষা। তবে তার আগে তুমুল বৃষ্টির কারণে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ক্রিজ ঢাকা পড়েছে কার্পেটে। বৃষ্টি না কমলে বিলম্বে শুরু হবে ম্যাচ।

সাম্প্রতিক টেস্ট সিরিজগুলোতে ব্যাটারদের অনিয়মিত পারফরম্যান্সে ডুবতে হয়েছে বাংলাদেশকে। একজন ভালো করলে অপরজন হয়েছেন ব্যর্থ। চট্টগ্রাম টেস্টেও শঙ্কা জেগেছিল এমন কিছুর। মাহমুদুল হাসান জয় ক্রিজ ছাড়ার পর হতাশ করেন নাজমুল হোসেন শান্ত। এরপর অধিনায়ক মুমিনুল হকও থিতু হতে পারেননি ক্রিজে। দুই ব্যাটারের রান মোটে ৩। তবে মুশফিকুর রহীম ও লিটন দাসের দায়িত্বশীল ফিফটিতে ব্যাটিংয়ে ধস নামেনি বাংলাদেশের।

তৃতীয় দিনশেষে ১৩৪ বলে ৫৩ রান নিয়ে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম। চতুর্থ দিনে ১১৩ বলে ৫৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন লিটন। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১৮ রান। লঙ্কানদের ছুঁতে এখনো ৭৯ রান প্রয়োজন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs